সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের নতুন ড্রোন হামলা

০১ এপ্রিল, ২০২১

ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ (বৃহস্পতিবার) তার টুইটার পেজে লিখেছেন, "আমাদের ড্রোন ফোর্স রিয়াদের চারটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এবং ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।"

তিনি বলেন, সৌদি আগ্রাসনের মোকাবেলায় এ ধরণের পাল্টা আঘাত ইয়েমেনের ন্যায্য অধিকার। যতদিন পর্যন্ত ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত ইয়েমেন থেকে পাল্টা আঘাত চলবে।

তবে আজকের হামলা সম্পর্কে সৌদি সরকার বা সৌদি গণমাধ্যমের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসন এখনও চলছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ ও আমেরিকা। ইয়েমেনিরা এই আগ্রাসনের আন্তর্জাতিক সমাজের নীরবতাকেও দায়ী বলে মনে করে। -পার্সটুডে