তাইওয়ানে টানেলে ট্রেন দুর্ঘটনা, নিহত ৩৬

০২ এপ্রিল, ২০২১

তাইওয়ানের পশ্চিমাঞ্চলে শুক্রবার (০২ এপ্রিল) সকালে টানেলের মধ্যে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৭২ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। খবর আলজাজিরার, বিবিসি।

আরও অনেকে আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে প্রাথমিকভাবে ৭২ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকে এখনো ভিতরে আটকে আছে।

কেন্দ্রীয় জরুরি অপারেশন সেন্টারের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, টানেলের ভিতরে চারটি বগি মারাক্তকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনার পর প্রকাশ পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে আটকে থাকা যাত্রীরা কেউ কেউ ক্ষতিগ্রস্ত বগি থেকে নামার চেষ্টা করছিলেন, কাউকে আবার হাঁটিয়ে বের করে আনছেন উদ্ধারকর্মীরা।