করোনা বিধি না মানায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা

০৯ এপ্রিল, ২০২১

মহামারি করোনভাইরাস থেকে বাঁচতে বিধি মেনে চলা যে অবশ্য কর্তব্য, তা বারবার জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। মাস্ক না পরার জন্য এদেশে জরিমানার মুখে পড়তে হয়েছে অসংখ্য সাধারণ নাগরিককে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এমন পদক্ষেপ করা হচ্ছে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলার দিকেও জোর দেওয়া হচ্ছে। কিন্তু তা বলে জরিমানার পড়তে হবে প্রধানমন্ত্রীকে! এমনটাই ঘটেছে নরওয়েতে। সেদেশের পুলিশের জানিয়েছে, করোনা নিয়ম ভঙ্গের কারণে প্রধানমন্ত্রী এরনা সোলবার্গকে জরিমানা করা হয়েছে।

ঠিক কী অভিযোগ তাঁর বিরুদ্ধে? গত ফেব্রুয়ারিতে নিজের ৬০তম জন্মদিনে পরিবারের ১৩ জন সদস্যকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। অথচ সেদেশের করোনা বিধিতে রয়েছে, ১০ জনের বেশি কোনও পার্টিতে থাকতে পারবেন না। সেই আইন ভাঙাতেই শেষমশ এই জরিমানা। আর সেই অঙ্ক মোটেই অল্প নয়। ২০ হাজার নরউইজিয়ান ক্রাউন বা ২ হাজার ৩৫২ মার্কিন ডলার! আগের মাসেই ওই পার্টির আয়োজনের জন্য ক্ষমা চেয়েছিলেন এরনা। কিন্তু তাতেও চিঁড়ে ভিজল না। জরিমানার মুখেই পড়তে হল তাঁকে। এক সাংবাদিক সম্মেলনে পুলিশ কর্তা ওলে সেভারুদ একথা জানিয়েছেন।