ময়মনসিংহে ১৩ লাখ ৫ হাজার শলাকা নকল ব্যান্যরোলযুক্ত বিড়িসহ ডিলার আটক

১০ মে, ২০২১

ময়মনসিংহ জেলার ধোবাউবা থানার একটি বাজারে অভিযান চালিয়ে ১৩ লাখ ৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে র‌্যাব। এসময় নকল বিড়ির ডিলার আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়।

শনিবার জেলার গোয়াতলা বাজার থেকে এ পাখি বিড়ি জব্দ করা হয়।

জানা যায়, নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি সরবরাহ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলার গোয়তলা বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। এসময় ১৩ লাখ ৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত পাখি বিড়ি জব্দ করা হয়। একই সাথে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি কারবারের ডিলার আফজাল হোসেনকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা অনুযায়ী মামলা কারা হবে।

এদিকে দিন দিন নকল ব্যান্যরোলযুক্ত বিড়ির সরবরাহ বেড়ে যাচ্ছে। ফলে সরকার বড় আকারের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বিড়ি মালিক ও শ্রমিকদের দাবি বিড়ি শিল্পকে বাঁচাতে নকলবাজেদের বিরুদ্ধে এমন অভিযান যেন অব্যাহত থাকে।