যশোরের শার্শায় কুলপালা গুচ্ছ গ্রামে বাড়ি পেয়েছে ২৫টি ভূমিহীন পরিবার

১৪ জুন, ২০২১

“শেখ হাসিনার অবদান ভুমিহীনদের বাসস্থান” এই শ্লোগানে যশোরের শার্শা উপজেলার কুলপালা গুচ্ছ গ্রামে ’গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের’ আওতায় সরকারি অর্থায়নে ২৫ টি ভূমিহীন পরিবারকে বাড়ী হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আজ  দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের চাবি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সহকারী ভুমি কমিশনার রাসনা শারমিন মিথি,প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া ও স্থানীয় চেয়ারম্যান সোহরাব হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।