যশোরে করোনায় ৫ জনের মৃত্যু,শনাক্তের হার ৫০%

১৬ জুন, ২০২১

যশোরে করোনা আক্রান্ত হয়ে ইউপি সচিব সহ ৫ জনের মৃত্যু হয়েছে। এরা সকলে শার্শা,কেশবপুর,বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে ২ জন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের আরএমও  ডাঃ আরিফ আহমেদ জানান,ইয়েলো জোনে ২ জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে একজন যশোর বাঘাড়পাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সচিব ৪৫ বছর বয়সী কামরুজ্জামান তুহিন।

তুহিনের ভাই জানান,গত ১৫ দিন আগে হঠাৎ তার জ্বর আসে। এ সময় স্থানীয়ভাবে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। জ্বর না কমায় এক সপ্তাহ আগে তিনি করোনা পরীক্ষা করান। পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। সোমবার তার শ্বাসকষ্ট  বেড়ে যাওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান। 

এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় ৪১৪ জনের নমুনা পরীক্ষা করে ২০৪জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ শতাংশ। গতকাল এ হার ছিল ৪৭ শতাংশ।