পশ্চিমবঙ্গ : আড়াই মাস পর দৈনিক করোনা সংক্রমণ দু'হাজারের কম, একদিনে মৃত ৪২

২১ জুন, ২০২১

আড়াই মাস পর পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ দু’হাজারের নিচে।  গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ১৮৭৯ জন। নিম্নমুখী মৃত্যুও। একদিনে রাজ্যে করোনার বলি ৪২ জন। তবে ঊর্ধ্বমুখী সুস্থতার হার।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিতদের মধ্যে ২৯৫ জন উত্তর ২৪ পরগনার অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও কমেছে সংক্রমণ। উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর। একদিনে সংক্রমিত সেখানকার ১৭৮ জন। তৃতীয় স্থানে কলকাতা ও হুগলি।

নিম্নমুখী সেখানকার গ্রাফও। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৭১ জন করে।  ফের হাওড়া চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৩০ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও নিম্নমুখী। তবে দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৮৩,৫৮৬।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৪২ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এদিনের মৃতদের মধ্যে ১০ জন উত্তর ২৪ পরগনার। কলকাতার), দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে মৃত্যু হয়েছে ৯ জন করে। নদিয়ায় করোনার বলি ৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৩৯০। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২, ১১৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৪৩, ৪৫৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩০ শতাংশ।

সূত্র : সংবাদ প্রতিদিন