পশ্চিমবঙ্গে একদিনে ৩৮ জনের মৃত্যু

২৩ জুন, ২০২১

বেশ কয়েকদিন পর ফের সামান্য ঊর্ধ্বমুখী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের করোনা চিত্র। তবে নিম্নমুখী মৃত্যু। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৮ জনের। যা আগের দিনের তুলনায় খানিকটা কম। বেড়েছে সুস্থতাও। একদিনে রাজ্যে করোনাজয়ী ২,০১৭। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিতদের মধ্যে ২১৬ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ১৭৮ জন। তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬৯ জন। পূর্ব মেদিনীপুর চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৪৪ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও নিম্নমুখী। তবে দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৮৭,৩৬৩।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৮ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এদিনের মৃতদের মধ্যে ৯ জন উত্তর ২৪ পরগনার। কলকাতায় করোনার বলি ৭ জন। দার্জিলিংয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৪৪৫ জনের। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২,০১৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৪৭, ৫১০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩২ শতাংশ। সুস্থতার হার স্বাভাবিকভাবেই আশার আলো দেখাচ্ছে রাজ্যবাসীকে। উল্লেখ্য, করোনাকে বাগে আনতে ১ মাসেরও বেশি সময় ধরে রাজ্যে জারি রয়েছে কড়ানিষেধ, তার সুফলই যে মিলছে, তা বলাই বাহুল্য। -সংবাদ প্রতিদিন