বেনাপোল পৌরসভা ও শার্শা উপজেলায় করোনা সংক্রমণের হার বেড়েছে

২৬ জুন, ২০২১

যশোর প্রতিনিধি:যশোরের বেনাপোল পৌরসভা ও শার্শা উপজেলায় দ্বিতীয় সপ্তাহের লকডাউনের ৩য় দিনে দিনে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। যার শতকরা হার ৫৩.৩৩ শতাংশ।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, করোনা পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। পুলিশ প্রশাসন বেনাপোল পৌরসভা ও শার্শা উপজেলার প্রবেশ মুখে সকল সংযোগ সড়কে বাশের ব্যারিকেড দিয়ে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সড়ক-মহাসড়কের ১২ পয়েন্টে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে। সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে আমদানী রফতানী বানিজ্য, শুল্কায়ন ও লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে যত্রতত্র ঘুরে বেড়াতে না পারেন সে জন্য প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সাধারন মাসুষের স্বাস্থ্য সুরক্ষায় জন্য মাঠে কাজ করছে  উপজেলা প্রশাসন সহ পুলিশ. আনসার ও বিজিবি।