চাঁদপুরে ধরা পড়ল বিরল প্রজাতির চিতা বিড়াল

৩০ জুন, ২০২১

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার হরিনা এলাকায় ধরা পড়ল বিরল প্রজাতির ‘চিতা বিড়াল’’। মঙ্গলবার বেলা ১১টায় বিরল প্রজাতির এই চিতা বিড়ালটি কে ধরে স্থানীয় লোকজন।

জানা যায়, হরিনা চৌরাস্তা এলাকায় একটি চিতা বিড়ালকে দেখে কিশোররা তাড়া করছিল। পরে তারা এলাকাবাসীসহ বিড়ালটিকে ধরে ফেলে। এ নিয়ে এলাকায় নানা জন নানা মত প্রকাশ করলে, পরে সেটিকে মতলব উওর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন বলেন, ‘দেখতে চিতা বাঘের শাবকের মতো হলেও এটি একটি চিতা বিড়াল।’

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল ইসলাম বলেন, ‘চিতা বিড়াল একটি বিড়ল প্রজাতির বিড়াল। এলাকাবাসী এটিকে না মেরে সুস্থ্য ভাবে ধরে এনেছে এজন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। এটি সংশ্লিষ্ট বণ্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পঠানো হবে।’