পাবনায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৬

১৩ জুলাই, ২০২১

দিনের পর দিন পাবনায় করোনা পরিস্থিতি খুবই খারাপ রূপ ধারণ করছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে ৩ জন মারা গেছেন। একই সময়ে ১,১৪৫ জনের ফলাফলে সংক্রমিত হয়েছে ১৮৬ জন। ১৪১ জন হাসপাতালে ভর্তিকৃত রোগীর মধ্যে রয়েছেন পাবনা ২৫০-বেড জেনারেল হাসপাতালে রেড জোনে ১৭ জন, ইয়োলো জোনে ৭৮ জন এবং সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৬ জন। 

গতকাল মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন জন উপসর্গে মারা যান বলে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের জানান।  

এদিকে পাবনা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য ১০০ বেড রয়েছে। কিন্তু তাতে সংকুলান না হওয়ায় আরো ১০০ শয্যা বৃদ্ধি করার প্রক্রিয়া চলছে বলে পাবনা সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী জানিয়েছেন।