করোনায় মৃত্যু: রামেকে ১১, মমেকে ১৪

২৪ জুলাই, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ১১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতালে গত ২৬ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টার মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছিল। এরপর উত্তরবঙ্গের বৃহৎ এই হাসপাতালটিতে প্রতি ২৪ ঘণ্টায় ১২ থেকে ২৫ জন পর্যন্ত মারা গেছেন।

গত ৩০ দিনের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ১১ জনের মৃত্যু হলো। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাই মাসে এ নিয়ে মোট ৪২২ জনের মৃত্যু হয়েছে। গত জুন মাসে মারা গেছেন ৪০৫ জন রোগী।

এদিকে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন হাসপাতালে ১৪ জন মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার নাজনিন (৫৮) ও টাঙ্গাইল সখিপুরের জেসমিন (৪৫)।

অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার নাসরিন (৩৮), ইলমা (২৪), ঈশ্বরগঞ্জের রাবেয়া (৭৪), আব্দুর রউফ (৫৫), নেত্রকোনা সদর উপজেলার আজিজুন্নেসা (৯২), খালিয়াঝুড়ির নুরজাহান (৭৫), আফাজুদ্দিন (৮৫), জামালপুর সদর উপজেলার রত্না (৩২), বকশীগঞ্জের আব্দুল মান্নাফ (৬০), টাঙ্গাইল সদর উপজেলার রাজিয়া (৭০), মৃনাল (৬০) ও গাজিপুর সদর উপজেলার আব্দুর রাজ্জাক (৭৫)।

তিনি আরও বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে ৪২৬ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।’