যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

১২ আগস্ট, ২০২১

যশোর প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে,নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮০ জন। 

মৃতদের মধ্যে করোনায় ৮ জন এবং উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ  আরিফ আহমেদ। তিনি আরও জানান,হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে ১১ জন এবং এইচ ডি ইউতে ভর্তি আছে ১০ জন রোগী।

করোনায় মৃতরা হলেন,যশোর সদর উপজেলার ভাতুিরয়ার মৃত বশির এর ছেলে ৬৮ বছর বয়সী ইয়ামিন,ঝিকরগাছার মইনুদ্দীনের ছেলে ৪২ বছর বয়সী রেন্টু,সদর উপজেলার আরশাব আলীর স্ত্রী ৬২ বছর বয়সী রহিমা,ঝিকরগাছা উপজেলার কিত্তিপুরের আবতাবের ছেলে ৭০ বছর বয়সী আনসারউদ্দিন, চৌগাছা উপজেলার ইয়াসিনের স্ত্রী ৪৫ বছর বয়সী কল্পনা,ঝিনাইদহ কোটচাঁদপুরের সাইফুল ইসলামের স্ত্রী ৩০ বছর বয়সী রুমানা। উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেছেন যশোর সদর উপজেলার মালঞ্চি গ্রামের ইসমাইলের স্ত্রী শাহানারা ।

এদিকে গত ২৪ ঘন্টায় ৩৩০ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।