করোনা পরিস্থিতির অবনতি হলে আবারো 'লকডাউন'

১২ আগস্ট, ২০২১

আবারো কঠোর 'লকডাউন' বা বিধিনিষেধ আরোপের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, করোনা পরিস্থিতির অবনতি হলে আবারো 'লকডাউন' আরোপ করা হবে।বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিককের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটলে আবারো লকডাউন দেয়া হবে।

১১ আগস্ট থেকে লকডাউন তুলে নেয়া হয়েছে। অফিস-আদালত-ব্যাংকের পাশাপাশি দোকানপাট ও শপিংমল খুলে গেছে। গণপরিবহণ অর্ধেক চলার বিধিনিষেধ ছিল। সেটিও তুলে নেয়া হয়েছে। পর্যটন কেন্দ্রগুলোও খুলে দেয়া হয়েছে।