রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

২১ আগস্ট, ২০২১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (২০ আগস্ট)  সকাল ছয়টা থেকে শনিবার (২১ আগস্ট)  সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৬৬ গ্রাম ৪৯০ পুরিয়া হেরোইন, ১১ কেজি ৯৩ গ্রাম গাঁজা ও ১০,৩৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।