রিয়ালের দেয়া ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিল পিএসজি

২৬ আগস্ট, ২০২১

কিলিয়ান এমবাপ্পেকে দলভুক্ত করার জন্য রিয়াল মাদ্রিদের দেয়া ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি পত্রিকা এল ইকুইপ এর রিপোর্টে এই খবর প্রকাশ করে বলা হয়, পিএসজি ১৬০ মিলিয়নের প্রস্তাব আশা করেনি। তারা ২০০ মিলিয়ন ইউরোতে এমবাপ্পেকে বিক্রি করার আশা করেছিল। যে কারণে ওই প্রস্তাব পেয়ে পিএসজি বিষ্মিত হয়েছে বলেও জানায় পত্রিকাটি। 

এদিকে ফরাসি গণমাধ্যমে যখন মাদ্রিদের প্রস্তাব পিএসজি ফিরিয়ে দিয়েছে বলে প্রকাশিত হয়েছে, তখন স্প্যাািনশ গণমাধ্যমে প্রকাশিত হয় ভিন্ন রিপোর্ট। মার্সা ও এল চিরিং কুইটোর রিপোর্টে বলা হয় এমবাপ্পের বিষয়ে পিএসজির কাছ থেকে কোন জবাব পায়নি রিয়াল মাদ্রিদ।

তবে  যাই হোক এমবাপ্পে, পিএসজি এবং বিশ্ববাসীর সামনে রিয়াল মাদ্রিদ   প্রমান করেছে যে এই গ্রীষ্মেই তারা এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে চায়। অপরদিকে পিএসজি যদি এই মৌসুমটি এমবাপ্পেকে রেখে দেয় তাহলে ১২ মাসেরও কম সময়ের মধ্যে তাকে বিনা ট্রান্সফার ফিতেই ছেড়ে দিতে হবে। দলবদলের জন্য আর মাত্র ৬দিন সময় হাতে আছে দুই পক্ষের।

সূত্র: বাসস