বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছেন- প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

৩০ আগস্ট, ২০২১

ময়মনসিংহ প্রতিনিধি:সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন, আর জাতির পিতার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা ইতোমধ্যে জাতির সামনে দৃশ্যমান হয়েছে মন্তব্য করে গৃহায়ণ ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন ১৫ আগষ্ট আর ২১ আগষ্ট বোমা হামলা একইসুত্রে গাথা, শেখ হাসিনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই হলে আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠন প্রতিরোধ গড়ে তুলবে।

শোকাবহ আগষ্টে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগ রবিবার বিকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকনের সভাপতিত্বে সভায় সমাবেশ বক্তা হিসাবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত,বক্তব্য রাখেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আফজালুর রহমান বাবু বলেন মহামারী করোনা ভাইরাসের কারণে সারা দেশে জেলা উপজেলাসহ বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক লীগের স্থগিত হওয়া সন্মেলন আগামী মাস থেকে পুনরায় শুরু হবে।এর আগে সভাকে সফল করতে জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে সর্বস্তরের নেতৃবৃন্দ মিছিল সহকারে উপস্থিত হয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।