ইউটিউব দেখে সাপ ধরতে গিয়ে হাসপাতালে যুবক

০৫ সেপ্টেম্বর, ২০২১

সাপ নিয়ে নানা ধরণের অদ্ভুত ধারণা আর কুসংস্কারের যেমন অভাব নেই ভারতীয় উপমহাদেশের দেশগুলোয় ঠিক তেমনি সাপ সম্পর্কে মানুষের আগ্রহেরও কমতি নেই এই অঞ্চলের মানুষের মধ্যে। সম্প্রতি ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক যুবক ইউটিউবে সাপ ধরার নানান পদ্ধতি দেখতো। কিন্তু বাস্তবে ওইসব পদ্ধতি অনুসরণ করে সাপ ধরতে গিয়ে ওই যুবক কামড় খেয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। 

রায়গঞ্জের রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা ওই যুবককে বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছে বলে হিন্দুস্তান টাইমস সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা সৌরভ পণ্ডিত ইউটিউবে সাপ ধরা দেখতো। এভাবে সে কয়েকটি জায়গায় সাপ ধরতেও গিয়েছে। গত কয়েকদিন আগে দিদির বাড়িতে সাপ বেরিয়েছে শুনে সে সেটিকে ধরতে যায়। কিন্তু সেটিকে একটি পাত্রে ভরার সময় সাপটি তাকে কামড়ে দেয় বলে মনে করা হচ্ছে।