পাবলিক প্লেসে মাতৃদুগ্ধ পানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২৭ অক্টোবর, ২০১৯

পাবলিক প্লেসে নিরাপদ মাতৃদুগ্ধ পানের ব্যবস্থা গ্রহণ করতে নারী ও শিশু আদালতের সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পাবলিক প্লেসে নিরাপদ মাতৃদুগ্ধ পানের ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ রোববার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি  খোন্দকার দিলুরুজ্জামান এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। মন্ত্রিপরিষদ সচিব, নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যসচিব, সমাজকল্যাণ সচিব, বিমান ও পর্যটন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই সময় রিটকারী শিশু উমাইর বিন সাদীর মা ইশরাত হাসান উপস্থিত ছিলেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম। সঙ্গে ছিলেন রাশেদুল হাসান ও জামিউল হক ফয়সাল। গত ২৪শে অক্টোবর ৯ মাস বয়সী শিশু উমাইর বিন সাদী সুপ্রিম কোর্ট, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সব কর্মস্থল, শপিংমল, বিমানবন্দর, বাসস্টেশন, রেলস্টেশনে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন ও নিরাপদ পরিবেশ এবং স্বাচ্ছন্দ্যে মায়ের দুধ পান করাতে হাইকোর্টে রিট দায়ের করেন।