ফের আইসিইউতে পেলে

১৮ সেপ্টেম্বর, ২০২১

বাসায় ফেরার সাতদিনের মাথায় আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। স্থানীয় সময় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাকে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে।

এর আগে চলতি মাসের শুরুতে তার কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল।

গত মঙ্গলবারেই পেলেকে আইসিইউ থেকে জেনারেল রুমে নেয়া হয়েছিল। সেই রাতে পেলে নিজেই ইন্সটাগ্রামে নিজের একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে লিখেছিলেন, এখন অনেকটাই সুস্থ তিনি। মজা করে বলেছিলেন, কেবল ৯০ মিনিটই নয়, প্রয়োজনে অতিরিক্ত সময় খেলতেও প্রস্তুত।

কোভিড-১৯ মহামারীর আগে থেকেই একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী এই মহাতারকার বাইরের ব্যস্ততা একরকম বন্ধই হয়ে গিয়েছিল। গত বছর তার ছেলে বলেছিলেন, তার বাবা বিষন্নতায় ভুগছেন। যদিও পেলে তা অস্বীকার করেছিলেন।

ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা ৮০ বছর বয়সী পেলে ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনও দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। চারটি বিশ্বকাপে গোল করা মাত্র চারজন খেলোয়াড়ের একজন তিনি।