পাবনাতেও চলছে ট্রাক -কাভার্ড ভ্যান ধর্মঘট

২১ সেপ্টেম্বর, ২০২১

মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে শুক্রবার (২৪  সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন। ফলে মঙ্গলবার থেকে তিনদিন ৯  উপজেলায় চলাচল বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল।

সকালে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান নেয় সংগঠনের নেতা কর্মীরা। এসময় নেতা কর্মীরা পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান আটকে দাবী আদায়ে বিক্ষোভ করে।

উল্লেখ্য, ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৭২ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান, প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।