৪০০ ধনীর তালিকায় নেই ট্রাম্প

০৬ অক্টোবর, ২০২১

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ফোর্বস সাময়িকীর ৪০০ মার্কিন ধনীর তালিকায় নেই। ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর এনডিটিভির।

ধনকুবের ট্রাম্প আবাসন ব্যবসায়ী হিসেবেও পরিচিত। ফোর্বসের ওই প্রতিবেদনে বলা হয়, গত বছর যে পরিমান সম্পদ ছিল ট্রাম্পের, সে সম্পদ আর বাড়েনি। উপরন্তু মহামারি করোনা শুরু হওয়ার পর তার সম্পদ কমেছে ৬০ কোটি মার্কিন ডলার।

ট্রাম্পের সম্পদের পরিমান ২৫০ কোটি মার্কিন ডলার, যা তাকে ফোর্বসের নির্বাচিত ৪০০ ধনীর তালিকায় রাখতে সক্ষম হয়নি।

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প মূলত একজন ব্যবসায়ী। আবাসন ব্যবসা ছাড়াও নানা ব্যবসার সঙ্গে তিনি জড়িত। তিনি একাধিক বিলাসবহুল হোটেলের মালিক। এ ছাড়া তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত।

২০১৭ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। ২০২১ সালে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তার নানা কর্মকাণ্ড দেশের অভ্যন্তর ও বাইরে বিতর্কের জন্ম দেয়। তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি মার্কিন সংসদের নিম্ন কক্ষে দুইবার অভিশংসিত হয়েছিলেন।