মা ইলিশ রক্ষা অভিযানে ইউএনও’র স্পিডবোটে ট্রলারের ধাক্কা, শর্টগান নদীতে

০৮ অক্টোবর, ২০২১

বরিশালের মেহেন্দীগঞ্জ সংলগ্ন গজারিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে বের হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার স্পিডবোটে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ইলিশ বোঝাই একটি ট্রলার। ওই ট্রলারের ধাক্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে থাকা দুই জন আনসার সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের একটি শর্টগান নদীতে পড়ে গেছে। ওই ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে পড়ে যাওয়া শর্টগানের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। 

শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। তবে বিকেল সোয়া ৫টা পর্যন্ত হারিয়ে যাওয়া শর্টগান উদ্ধার কিংবা স্পিডবোটে ধাক্কা দেয়া ইলিশ বোঝাই ট্রলারের কোনো সন্ধান করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।