ঈশ্বরদীতে মদকসহ আটক ১

২১ অক্টোবর, ২০২১

ঈশ্বরদী পুলিশ ১৫০ লিটার বাংলা মদসহ সোহাগ (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার ঈশ্বরদী উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।সোহাগ ঈশ্বরদী শহরের দরিনারিচা হরিজন কলোনী এলাকার আব্দুর রশিদের ছেলে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির বলেন, রেলগেটে অভিযান চালিয়ে সোহাগকে ১৫০ লিটার দেশি বাংলা মদসহ আটক করা হয়। ব্যাটারিচালিত ভ্যানে করে ওই মদ নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক দাম প্রায় ৬৬ হাজার টাকা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পুলিশ বাদী হয়ে সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।