২৪ অক্টোবর, ২০২১
বিশ্বজুড়ে করোনায় (কোভিড-১৯) দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৫ হাজার ৮৮৯ জন। ফলে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১ হাজার ৮০০। এতে এ পর্যন্ত বিশ্বে মোট মৃতের সংখ্যা হলো ৪৯ লাখ ৫৮ হাজার ৯৪৭ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ২৭৮ জন। ফলে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৮৪ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৬৩২ জনে।
আজ রবিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া এসব তথ্য পাওয়া গেছে।
২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাজ্যে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।