মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯

২৫ অক্টোবর, ২০২১

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৪ অক্টোবর) ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম ১১ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৭০২ পিস ইয়াবা, ৪ কেজি ৮৩৬ গ্রাম ৩৫ পুরিয়া গাঁজা ও ৪ লিটার দেশি মদ জব্দ করা হয়।

তিনি আরও জানান, ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।