ইভটিজিংয়ের দায়ে চটপটি বিক্রেতাকে জরিমানা

২৫ অক্টোবর, ২০২১

এক কলেজছাত্রীকে ইভটিজিং করার দায়ে ভ্রাম্যমান আদালত এক চটপটি বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন। পাবনার চাটমোহর পৌর শহরের বালুচর মহল্লায় শনিবার (২৩ অক্টোবর ) রাতে এই দন্ডাদেশ দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সৈকত ইসলাম।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন পৌর সদরের বালুচর মহল্লার মৃত ঈমান আলীর ছেলে ইব্রাহিম হোসেন ইব্রা (৩৬)। ওইদিন রাতেই জরিমানার টাকা পরিশোধ করে কারাদন্ড থেকে মুক্তি পান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে ইভটিজিং করে ইব্রাহিম। কথাকাটাকাটির এক পর্যায়ে  ইব্রাহিম মেয়েটিকে ফিনাইল নিয়ে এসিড নিক্ষেপের ভয় দেখায়। পরে কলেজছাত্রীর অভিভাবকরা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করে।

পরে  ইব্রাহিমকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সৈকত ইসলাম সাক্ষ্যগ্রহণ শেষে ওই চটপটি বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেন।  জরিমানার টাকা দিয়ে মুক্তি পান ইব্রাহিম।