পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হচ্ছে গুটখা, পানমশলা বিক্রি

২৭ অক্টোবর, ২০২১

ভারতের পশ্চিমবঙ্গে এক বছরের জন্যে তামাকজাত গুটখা এবং পানমশলা বিক্রি নিষিদ্ধ হচ্ছে। এর আগেও রাজ্যে একবার তামাকজাত গুটখা এবং পানমশলা বিক্রি নিষিদ্ধ হয়েছিল। কিন্তু, সেবার দেদার এই নেশার সামগ্রী বিক্রি হত ঘুরপথে। এবারও নবান্ন কড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য।

আগামী সাত নভেম্বর থেকে রাজ্যে গুটখা, পানমশলা বিক্রি করা যাবেনা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।   তবে ধারণা করা হচ্ছে, আইন করে এই নেশা আটকানো যাবেনা। গুটখা এবং পানমশলাসেবীদের জোরালো সওয়াল- সিগারেট, বিড়ি বা অন্য তামাকজাত পণ্যে নিষেধাজ্ঞা নয় কেন? ২০০২ সালের দুই অক্টোবর থেকে দেশে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। সেই আইন পালন করা হয় কই?

গুটখা, পানমশলা বিক্রেতারা মনে করছেন, তাঁদের রুটি রুজির ওপর টান পড়বে। চোরাপথে এই নেশার সামগ্রী বিক্রি হবে ঠিকই, কিন্তু মুনাফা লুটবে কালোবাজারিরা।