বাংলাদেশকে ৫টি নৌজাহাজ দেবে যুক্তরাজ্য

০৭ নভেম্বর, ২০২১

দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশকে পাঁচটি নৌজাহাজ দেবে যুক্তরাজ্য।

পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন শুক্রবার লন্ডন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে যোগদানকালে এ তথ্য জানান।

তিনি জানান, একবার সংগ্রহ করা হলে, এই জাহাজগুলো বিশাল সমুদ্রসীমা পর্যবেক্ষণ ও সুরক্ষায় সহায়তা করবে। এছাড়া বাংলাদেশ নীতিগতভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার গ্লাসগোতে ২০২১ সালের জাতিসঙ্ঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ২৬) সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

গত মাসে যুক্তরাজ্যের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ স্থাপনার (সিএসজি২১) ফ্রিগেট এইচএমএস কেন্টকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনী।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে,ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসাবে এইচএমএস কেন্টের মোতায়েন, প্রতিরক্ষা সহযোগিতা এবং একটি উন্মুক্ত ও স্থিতিস্থাপক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি তুলে ধরে। যেখানে উন্মুক্ত সমাজ ও অর্থনীতি ক্রমাগত বিকাশ লাভ করছে এবং বাণিজ্য ও সমৃদ্ধির সুবিধাগুলো ভাগ করে নেয়া হয়।

সূত্র : ইউএনবি