দেশজুড়ে সতর্ক অবস্থানে পুলিশ

২৪ নভেম্বর, ২০২১

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজধানীসহ সারাদেশে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য যেকোনো ধরনের গুজবে দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৌখিকভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। ঢাকায় কর্মরত যেসব পুলিশ কর্মকর্তা ছুটিসহ বিভিন্ন কারণে ঢাকার বাইরে ছিলেন, তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে বলে জানা গেছে। অবশ্য বিষয়টি নিয়ে পুলিশের কোনো পর্যায় থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানা যায়নি।

খবর বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সাথে দেশজুড়ে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।