গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পেতে আরো সময় লাগবে: কাদের

২৭ নভেম্বর, ২০২১

গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পেতে আরো সময় লাগবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তির ঐক্য প্রয়োজন।

আজ শনিবার(২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শহীদ ডা. মিলনের কবরে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

সকালে মিলন দিবস উপলক্ষে আওয়ামী লীগ নেতারা তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনার ভূমিকার বিষয়টি তুলে ধরেন।

প্রতিবছর ২৭ নভেম্বর বাংলাদেশে শহীদ ডা. মিলন দিবস পালিত হয়। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরশাসন বিরোধী আন্দোলনের সময় তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ডা. শামসুল আলম খান মিলন নিহত হন। এ শোকাবহ ঘটনার স্মরণে ১৯৯১ সাল থেকে প্রতি বছর শহীদ ডা. মিলন দিবস পালিত হয়। ডা. মিলনের শহীদ হওয়ার মধ্য দিয়ে তখনকার স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। আর অল্প কয়েক সপ্তাহের মধ্যে এরশাদ সরকারের পতন ঘটে।