রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউকিয়ার ডে উদযাপন

৩০ নভেম্বর, ২০২১

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার ( ৩০ নভেম্বর) নিউক্লিয়ার ডে পালিত হয়।ব্যবস্থাপনা পরিচালক, এনপিসিবিএল ও রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রকল্প পরিচালক ড মোঃ শৌওকত আকবর নিউক্লিয়ার ডে (পরমানু দিবস) উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ড.ইয়াফেস উসমান অতিথিবৃন্দদের সাথে নিয়ে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালী পারমাণবিক কেন্দ্র েেথকে শুরু হয়ে রূপপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে পারমাণবিক কেন্দ্রের  ট্রেনিং সেন্টারে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বায়েক এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সানোয়ার হোসাইন, প্রকল্প ইনচার্জ মোঃ রুহুল কুদ্দুস টুটুল, প্রকল্পের প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা ড. অলোকচক্রবর্তী, রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠানের ভাইস  প্রেসিডেন্ট এলেক্ষী ডেইরী, উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন পারমাণবিকের সকল ঠিকাদারী প্রতিষ্ঠানের শতাধিক রাশিয়ান কর্মকর্তা, কর্মচারী,বাঙ্গালী বিজ্ঞানী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠানে বিকেলে দেশীয় খেলাধূলার আয়োজন করা হয়।