কাশ্মিরে সন্ত্রাসী হামলায় দুই ভারতীয় পুলিশ নিহত

১১ ডিসেম্বর, ২০২১

ভারতশাসিত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় অন্তত দুই ভারতীয় পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় উত্তর কাশ্মিরের বন্দিপুরা জেলায় এ ঘটনা ঘটে।

ভারতের এক কর্মকর্তা জানান, বন্দিপুরার গুলশান চক এলাকায় একদল পুলিশের ওপর গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা। এতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই পুলিশ সদস্য হলেন- মোহাম্মদ সুলতান ও ফায়াজ আহমেদ। তারা দুজন যথাক্রমে বন্দিপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়ি চালক ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা।

ঘটনার পরপরই ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সেইসঙ্গে জোর অভিযান পরিচালনা করা হয়। তবে সন্ত্রাসীরা পালাতে সক্ষম হয়েছে।

এর আগে গত ১ ডিসেম্বর জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে এক ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন।