শচীনকে টপকে গেলেন জো রুট

২১ ডিসেম্বর, ২০২১

শচীন টেন্ডুলকারের রেকর্ড টপকে গেলেন জো রুট। এক বছরে টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন মাস্টার ব্লাস্টার। ২০১০ সালে ১৫৬২ রান করেছিলেন শচীন। এবার কিংবদন্তি ক্রিকেটারকে ছাপিয়ে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। 

অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন এই রেকর্ড করেন রুট। এই বছর দুর্ধর্ষ ফর্মে আছেন ইংলিশ ব্যাটসম্যান। ছয়টি শতরান করেছেন তিনি। তারমধ্যে রয়েছে দুইটি দ্বিশতরান। এদিন আরও একটি অনন্য নজির গড়লেন। 

শুধু শচীন নয়, রুট ভাঙেন মাইকেল ক্লার্কের রেকর্ডও। টেস্টে এক বছরে রানের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার।