২০২৫ সালের মধ্যে বেলজিয়ামের সব পারমাণবিক চুল্লি বন্ধ

২৫ ডিসেম্বর, ২০২১

২০২৫ সালের মধ্যে তাদের ৭টি পরমাণু চুল্লির সবগুলো বন্ধ করে দেবে বলে জানিয়েছে বেলজিয়াম৷ দেশটির নতুন জোট সরকার এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে৷

তবে নতুন-প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোন বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছে তারা৷ সরকারের এক সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, ২২ ডিসেম্বর এক দীর্ঘ আলোচনার পর সরকারের সব জোট ঐকমত্যে পৌঁছাতে সমর্থ হয়৷

২০০৩ সাল থেকেই ধীরে ধীরে পারমাণবিক শক্তির উপর নির্ভরতা কমানোর জন্য আইন পাস করে বেলজিয়াম৷ গত বছরের অক্টোবর মাসে বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে, তখন ২০২৫ সালের মধ্যে পারমাণবিক শক্তির উপর নির্ভরতা শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তারা৷ কিন্তু এই ইস্যুতে জোট সরকারের মধ্যে দ্বিমত তৈরি হয়৷

বেলজিয়ামের বর্তমান সরকার সাতটি দলের জোট৷ জোটের অন্যতম শরিক গ্রিন পার্টি এবং এই দল থেকে নির্বাচিত জ্বালানি মন্ত্রী পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় পারমাণবিক শক্তি ব্যবহারের বিরোধী৷

কিন্তু প্রধানমন্ত্রীর লিবারেল পার্টি পারমাণবিক শক্তির ব্যবহার পুরোপুরি বন্ধের বিপক্ষে৷ দীর্ঘ আলোচনায় বেলজিয়ামের জোট সরকারের সব শরিক শেষ পর্যন্ত ২০২৫ এর মধ্যে পারমাণবিক চুল্লিগুলো বন্ধ করতে একমত হলো৷ তবে সেইসাথে নবায়নযোগ্য ও কার্বণ নিরপেক্ষ জ্বালানি ব্যবহারের জন্য অর্থ বরাদ্দের পক্ষে মত দেয়া হয়৷ পারমাণবিক চুল্লি বন্ধ করলেও নতুন-প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করবে বেলজিয়াম৷

সূত্র : ডয়েচে ভেলে