কুষ্টিয়ায় ২০ ইউনিয়নে চলছে ভোট গ্রহন

২৬ ডিসেম্বর, ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি: ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ রোববার কুষ্টিয়ার কুমারখালী ও খোকসায় উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। কুমারখালী ও খোকসায় উপজেলায় ২০ ইউনিয়নে ২০১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে কুমারখালী ও খোকসা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস সব ধরণের প্রস্ততি সম্পন্ন করেছে।

কুমারখালী উপজেলায় ১১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লক্ষ ৪৯ হাজার ৯৩৮ জন। পুরুষ ভোটার এক লক্ষ ২৬ হাজার ২৯৯ এবং মহিলা ভোটার সংখ্যা এক লক্ষ ২৩ হাজার ৬৩৯ জন। খোকসা উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৩ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৬ হাজার ৮৩৭ ও মহিলা ভোটার ৪৫ হাজার ৯৩৮ জন।