০৫ জানুয়ারী, ২০২২
উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার ৩টি উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রে ভোটারররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
জেলার কলারোয়া, আশাশুনি ও শ্যামনগর উপজেলার ১৬টি ইউনিয়নে ৭৫ জন চেয়ারম্যান প্রার্থী, ২০৪ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৬৪২ জন সাধারণ সদস্য প্রার্থী নির্বাচনে পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন উপজেলায় ১৫৩ টি ভোট কেন্দ্রে আইনশৃংখলা রক্ষায় ১২৬৫ জন পুলিশ, ৬ জন জুডিশিয়াল ম্যাজিট্রেট, ১২ জন নির্বাহী ম্যাজিট্রেট, ৩ প্লাটুন র্যাব, ৩ প্লাটুন বিজিবিসহ ২৬০১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ১৬টি ইউনিয়নে ৩ লাখ ২৮ হাজার ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৮৪৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার ৪৬৬ জন।