পোস্তগোলায় পোশাক কারখানায় আগুন

১৬ জানুয়ারী, ২০২২

ঢাকার পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট  টানা আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।

শনিবার রাত পৌনে ১২টায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদফতরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার জানান, রাত পৌনে ১২টার দিকে একটি সাততলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, ১৩ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কারখানার আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়, তা এখনো জানা যায়নি।