‘ঢামেকে এক বছরে ৫ লাখ মানুষ টিকা পেয়েছে’

২৯ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাস মহামারী প্রতিরোধে গত এক বছরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। 

শনিবার বেলা ১২ টায় এক মতবিনিয়ম সভায় ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক একথা জানিয়েছেন। 

প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষকে এখানে করোনার টিকা দেওয়া হয় বলেও জানান তিনি।