ডিসিদেরকে প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদানের প্রতিবাদে যশোরে আইইবি’র মানববন্ধন

১০ ফেব্রুয়ারি, ২০২২

জেলা প্রশাসকদেরকে শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত আদেশ বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন করেছেন প্রকৌশলীরা।

বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,উক্ত সংগঠনের জেলা শাখার চেয়ারম্যান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী আহমদ শরীফ সজীব, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান, মানিক লাল দাস ।

বক্তারা বলেন, জেলা প্রশাসকদেরকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত আদেশ, দেশের উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র। অবিলম্বে এ আদেশ বাতিল না করলে প্রকৌশলীদের সাথে নিয়ে কর্মবিরতী সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধনে জেলার শতাধিক প্রকৌশলীরা অংশ গ্রহন করেন।