১৬ ফেব্রুয়ারি, ২০২২
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কূটনৈতিকভাবে ইউক্রেন সমস্যার সমাধানের অঙ্গীকার করেছেন।তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এখনও রুশ হামলার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে তারা নিষেধাজ্ঞার প্রস্তুতিও রেখেছেন।
এর আগে রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেও বিশ্লেষকদের উদ্ধৃত করে মঙ্গলবার বাইডেন বলেছেন, রুশ সৈন্যরা এখনও হুমকিমূলক পরিস্থিতি তৈরি করে রেখেছে।
তিনি বলেন, যা কিছুই ঘটুক যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
বাইডেন সতর্ক করে আরো বলেন, আমরা কূটনৈতিকভাবেও প্রস্তুত রয়েছি। রাশিয়া হামলা চালালে তার প্রতিউত্তর দেয়ার জন্যও প্রস্তুত আছি। রাশিয়ার হামলা চালানোর সম্ভাবনা এখনও প্রবল।
উল্লেখ্য, এর আগে মস্কোর প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন পরিকল্পিত মহড়া শেষে কিছু সৈন্য ও যুদ্ধ সরঞ্জাম ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে আনা হচ্ছে।
এছাড়া মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এর সাথে বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, রাশিয়া অবশ্যই যুদ্ধ চায় না। সমস্যা সমাধানে পশ্চিমাদের সাথে তারা কূটনৈতিক সমাধানেই আগ্রহী।
সূত্র: বাসস