উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

০৪ ডিসেম্বর, ২০১৯

ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের মুলিবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।সিরাজগঞ্জ শহরে মূল প্রবেশ পথ মুলিবাড়ী চেকপোস্টে এ ইঞ্জিনটি বিকল হওয়ার কারণে এ সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জানান, ঈশ্বরদী থেকে আসা ভারতীয় পাথরবোঝাই ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে আসার কথা। ট্রেনটি মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি আটকা রয়েছে।

তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধারে ইতোমধ্যে ঈশ্বরদী থেকে লাইফ ইঞ্জিন ঘটনাস্থলে উদ্দেশ্যে রওয়া হয়েছে। ওই ইঞ্জিন আসার পর রেলপথ সচল হবে।