দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে অন্ধকার সময়

২৪ ফেব্রুয়ারি, ২০২২

ইউরোপীয় ই্‌উনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেনে হওয়া রুশ আগ্রাসন হলো ইউরোপের সবচেয়ে অন্ধকার সময়। বৃহস্পতিবার ইউরোপীয় ই্‌উনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে সিএনএন।

ইউরোপীয় ই্‌উনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেনে রুশ আগ্রাসন হলো ইউরোপের সবচেয়ে অন্ধকার সময়। ইউক্রেন সঙ্কটকে কেন্দ্র করে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছে ইউরোপ।

তিনি আরো বলেন, ইউক্রেনকে এখনই সাহায্য করা প্রয়্জেন। ইউক্রেন থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। এমনকি ইউরোপীয় ই্‌উনিয়নের স্টাফদেরও সরিয়ে নিতে হবে।

উল্লেখ্য, ইউক্রেনের ওপর পূর্ণাঙ্গ সামরিক হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে ইউক্রেনে সামরিক আইন জারি করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাচ্ছেন যে ইউক্রেনের সেনাবাহিনী আত্মসমর্পন করুক।

সূত্র : সিএনএন