ঢাকা কলেজের ছাত্রকে কুপিয়ে জখম

০৬ মার্চ, ২০২২

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মনির হোসেনকে (২৪)  কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় মনিরের মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (৫ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর নয়াপাড়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

মনির কাশিমপুর নয়াপাড়া এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সকালে মনির অটোযোগে বাসায় ফেরার পথে কাশিমপুর নয়াপাড়া এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসী সোহেল, রাজু, আরিফসহ অজ্ঞাত চার পাঁচ জন হামলা করে। এ সময় তাকে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং লোহার রড পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় মনির চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবে খোদা বলেন, অভিযোগটি এখনও হাতে পাই নাই। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।