অশ্বিনকে সর্বকালের সেরা বলছেন রোহিত

১৫ মার্চ, ২০২২

দলের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে সর্বকালের সেরা বলছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।গতকাল শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১২ উইকেট নেন অশ্বিন। এতে ভারতের কপিল দেব (৪৩৪), নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি (৪৩১), শ্রীলংকার রঙ্গনা হেরাথ (৪৩৩) ও দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনকে (৪৩৯) টপকে টেস্টে উইকেট শিকারের তালিকায় অষ্টমস্থানে উঠেন অশি^ন। ৮৬ টেস্টে এখন তার উইকেট সংখ্যা  ৪৪২।

অশ্বিনের পারফরমেন্সে মুগ্ধ ভারতের দলনেতা রোহিত। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট শেষে অশি^নের প্রশংসা করেছেন তিনি। 

রোহিত বলেন, ‘আমার দৃষ্টিতে সর্বকালের সেরা অশ্বিন। এত বছর ধরে খেলছে এবং দেশের হয়ে পারফর্ম করেছে। অনেক ম্যাচ জেতানো পারফরমেন্স আছে তার।  তাই আমার কাছে সে সর্বকালের একজন গ্রেট। মানুষের আলাদা আলাদা পয়েন্ট থাকতে পারে। আমি যে দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, সে আমার জন্য সর্বকালের সেরা।’

রোহিত আরও বলেন, ‘যখনই তাকে বল দিই, সে ম্যাচ জেতানোর মতো পারফর্ম করে। এখনও অনেক বছর খেলা বাকি ওর। আমাদের সামনে অনেক কঠিন খেলা রয়েছে। আশা করি মানসিক ভাবেও সে খুব ভাল জায়গায় রয়েছে। আগামী দিনে তার কাছ থেকে আরও ভাল পারফরমেন্স দেখার প্রত্যাশা করছি।’

মোহালিতে বিরাট কোহলির শততম টেস্টে শ্রীলংকাকে ইনিংস ও ২২২ রানে হারায় ভারত। এরপর ব্যাঙ্গালুরুতে দিবা-রাত্রির টেস্টে ২৩৮ রানে জয় টিম ইন্ডিয়া। 

আড়াই দিনে দিবা-রাত্রির টেস্ট জিতলেও, গোলাপি বলে খেলা কঠিন বলে জানান রোহিত, ‘গোলাপি বলে টেস্ট খেলা বেশ কঠিন ব্যাপার। ভারতে গোলাপি বলের টেস্ট খেলা সম্পর্কে  আমরা জানতামই না। কিন্তু এখন ধীরে ধীরে ব্যাপারটার সাথে মানিয়ে নিতে শিখেছি। দর্শকরা আসায় এই ম্যাচটা আরও বিশেষ মাত্রা পেয়েছে। এছাড়া, যেভাবে এগোচ্ছি তাতে আমি খুশি। দল হিসেবে কিছু নির্দিষ্ট বিষয়  অর্জন করতে চেয়েছিলাম। সেটা পেরেছি।’

 সূত্র: বাসস