বনানীতে সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন

২০ মার্চ, ২০২২

সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে  রাজধানীর বনানী কবরস্থানে সহধর্মিণীর কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়েছে। রোববার বেলা ১১টা ৫০ মিনিটে তাকে দাফন করা হয়।

এর আগে শনিবার নেত্রকোনায় তার গ্রামের বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শেষ শ্রদ্ধার পাশাপাশি জানানো হয় গার্ড অব অনার। আজ সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তার লাশ নিয়ে যাওয়া হয়।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহাবুদ্দীন আহমদ। ৯২ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অবস্থা গুরুতর হলে মাসখানেক আগে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন তিনি।