শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

২১ মার্চ, ২০২২

ন্যাটোর ভূমিকা জোরালো করতে ইউরোপের কয়েকটি দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে আগামী শুক্রবার পোল্যান্ড সফর করবেন তিনি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের গতিপ্রকৃতি এবং এই যুদ্ধের কারণে তৈরি হওয়া মানবাধিকার সঙ্কট নিয়ে তিনি কথা বলবেন সে দেশের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গে।

রোববার হোয়াইট হাউস এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনের জনগণের পাশে থাকার উদ্দেশ্যে বিশ্বকে একজোট করতে তার এই সফর।’

ব্রাসেলসে ২৪ মার্চ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো), গ্রুপ অফ সেভেন (জি-সেভেন) ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে সাক্ষাতের পরই বাইডেনের এ সফর অনুষ্ঠিত হবে।

একইসাথে পোল্যান্ড ছাড়াও ইউরোপের কয়েকটি দেশে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট বাইডেনের। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এ মাসের গোড়ার দিকে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করেন।

সূত্র : সিএনএন