রাশিয়া আলোচনা ‘অত্যন্ত জটিল’ : ইউক্রেন

২৬ মার্চ, ২০২২

ইউক্রেন শুক্রবার বলেছে, মস্কোর সাথে তাদের আলোচনা ‘অত্যন্ত জটিল’ ছিল। এ ক্ষেত্রে রাশিয়ার আগ্রাসন এক মাসেরও বেশি সময়ে গড়ালেও কিয়েভ তাদের বিভিন্ন দাবি থেকে সরে না আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। খবর এএফপি’র।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবা বলেন, ‘আলোচনার প্রক্রিয়া অত্যন্ত জটিল।’

তিনি আরো বলেন, ‘ইউক্রেনের প্রতিনিধি দৃঢ় অবস্থান গ্রহণ করে এবং তাদের দাবির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় না দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে। আমরা সর্ব প্রথম যুদ্ধবিরতি, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ও ভূখণ্ডগত অখণ্ডতার ওপর জোর দিচ্ছি।