রাজধানীর ৪ শতাংশের বেশি বাড়িতে রয়েছে এডিস মশার লার্ভা

০৩ এপ্রিল, ২০২২

গত ২৫ মার্চ থেকে গতকাল শনিবার পর্যন্ত পরিচালিত এক জরিপে দেখা গেছে রাজধানীর প্রায় ৪.২৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৯৮টি ওয়ার্ডের ১০০টি স্থানে এ জরিপ করা হয়। 

কীটতত্ত্ববিদদের সমন্বয়ে গঠিত ২১টি দল এই কয়েক দিনে রাজধানীর দুই হাজার ৫২০টি বাড়ি পরিদর্শন করে। এর মধ্যে ১১৪টি বাড়িতে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে।

জরিপ শেষে মশার ঘনত্ব দিয়ে জিআইএস ম্যাপিং করা হবে। কোন কোন এলাকায় মশার ঘনত্ব বেশি, কত ধরনের মশা রয়েছে আর এসব মশার মধ্যে কোন কোন ধরনের জীবাণু রয়েছে; তা ম্যাপের মাধ্যমে জানা যাবে। এই ম্যাপিং সিটি করপোরেশনের মশা নিধনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।