০৪ এপ্রিল, ২০২২
ইউক্রেনে পাঁচ লাখেরও বেশি মানুষ ফিরে এসেছেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর তারা দেশটি ছেড়ে চলে গিয়েছিলেন। রোববার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
জাতীয় সীমান্ত সার্ভিসের দেয়া উপাত্তের উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয় জানায়, ‘গত সপ্তাহে এক লাখ ৪৪ হাজার মানুষ ইউক্রেন ছেড়েছেন এবং ৮৮ হাজার মানুষ দেশটিতে ফিরে এসেছেন। এনিয়ে আমাদের মোট পাঁচলাখ ৩৭ হাজার স্বদেশবাসী ইউক্রেনে ফিরলেন।’
শরণার্থী বিষয়ক হাইকমিশনার শনিবার জানান, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তাদের আগ্রাসন শুরুর পর ইউক্রেনের ৪১ লাখ ৭৬ হাজার ৪০১ নাগরিক তাদের দেশ ছেড়ে চলে যান।
যুদ্ধ শুরুর পর প্রতিদিন হাজার হাজার মানুষকে ইউক্রেন ছেড়ে যেতে দেখাযায়। এতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকটের সৃষ্টি হয়।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানায়, এ যুদ্ধের কারণে ইউক্রেনের নাগরিক নন এমন প্রায় দুইলাখ পাঁচ হাজার মানুষ দেশটি ছেড়ে যান।
যুদ্ধে এক কোটিরও বেশি মানুষ হয় তাদের ঘরবাড়ি ছেড়ে, হয় প্রতিবেশি বিভিন্ন দেশে চলে যান বা ইউক্রেনের মধ্যেই গৃহহীন হয়ে পড়েন।